ডিস্ট্রিক্ট ইনটিলিজেন্ট অফিসার (ডিআইও-১) মাহবুব আলম জানান, বেলা পৌনে ১১টার দিকে পুলিশ সুপার বিধান ত্রিপুরার সরকারি মোবাইলে একটি অজ্ঞাত নাম্বার থেকে এসএমএস আসে। ম্যাসেজে লেখাছিল আদালতে টাইমবোমা রাখা আছে। এখবর পাওয়া মাত্রই পুলিশ সুপার জেলা জজকে অবহিত করেন।
পরে আদালত চত্বরে জেলা পুলিশ বোমার সন্ধানে ব্যাপক তল্লাশি চালায়। তবে ওই চত্বরে কোনো বোমা পাওয়া যায়নি। এঘটনার পর থেকেই আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক আব্দুল জলিল মোল্লা বিল্টু জানান, বোমাতঙ্কে আদালতে বেলা সাড়ে ১১টা থেকে সব ধরনের বিচারিক কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে। তবে সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান ৩০ মিনিট বিচারকার্যক্রম পরিচালনার পর তা মুলতবি করেন।