মানবিক দৃষ্টিকোণ থেকে মৃত শিশুটির পরিচয় শনাক্ত প্রয়োজন
২৫/০৫/২৪ তারিখ ১৪:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন পুরাতন কালুরঘাট, শ্রী তারানন্দ মন্দিরের পূর্ব পাশে, বাউন্ডারীর বাহিরে ডর্ক ইয়ার্ড এর পার্শ্বে ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ছেলে (শিশু), যার বয়স-৮-১০ বছর এর লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজন সহ উপস্থিত লোকজন কেউ লাশটি শনাক্ত করতে পারে নাই। পরিচয় শনাক্ত করা খুবই জরুরী। কেউ শনাক্ত করতে পারলে দ্রুততম সময়ের মধ্যে চান্দগাঁও থানার ডিউটি অফিসার মোবাইল নং-01320-052449 এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। শিশুটিকে শনাক্ত করতে সবার সহযোগিতা খুবই প্রয়োজন।