Connecting You with the Truth

মানিকগঞ্জে নিলয়-মিমো!

b-5
বিনোদন ডেস্ক:
বিয়ে করেই মানিকগঞ্জে এক জমিদারবাড়িতে হানিমুনে গেছেন নিলয় ও মিমো। কিন্তু সেখানে গিয়ে ঘটে উল্টো ঘটনা। তাদের সম্পর্কে ফাটল ধরে। এটি ‘কুয়াশায় ঢাকা’ নাটকের গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন দেবাশীষ বড়–য়া দীপ। এরই মধ্যে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। এবারের কোরবানি ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘কুয়াশায় ঢাকা’। এ নাটকে আরো একটি চরিত্রে অভিনয় করেছেন শানু। এ নাটক প্রসঙ্গে মিমো বলেন, ‘এখানে বিবাহিত এক জুটির প্রেম ও তাদের সম্পর্ক ভাঙনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। আশা করি, নিলয় ও আমার কাজটি ভালো লাগবে।’



Comments
Loading...