মামুনুলের গোলে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমস ফুটবলে শুভসূচনা করেছে বাংলাদেশ দল। দক্ষিণ কোরিয়ার ইনচনে সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানকে ১-০ গোলে পরাজিত করেছে মামুনুল বাহিনী। ইনচনের মুনহাক স্টেডিয়ামে অধিনায়ক মামুনুল ইসলামের একমাত্র গোলে এ জয় পায় বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর এশিয়াড ফুটবলে জয় পেল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৭তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠবে আাগামি ১৯ সেপ্টেম্বর। তবে এর আগেই শুরু হয়েছে ফুটবল ডিসিপ্লিনটির গ্র“প পর্বের খেলা। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মামুনুলরা; প্রতিপক্ষ উজবেকিস্তান। ২২ সেপ্টেম্বর গ্র“পের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।