মার্কিনইশারায় লিবিয়া বা ইরাকের পরিস্থিতির সৃষ্টি- ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার একতরফা তৎপরতার কঠোর সমালোচনা করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলেই লিবিয়া বা ইরাকের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। মস্কো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে তিভার অঞ্চলে রাশিয়ার সেলিগার বাৎসরিক যুব ফোরামে দেয়া ভাষণে এ কথা বলেছেন তিনি।
তিনি বলেন, জাতিসংঘকে পাশ কাটিয়ে যে সব একতরফা সিদ্ধান্ত নেয়া হয় তা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য।
রাশিয়া যা কিছু বানায় তা শেষ পর্যন্ত কালাশনিকভ রাইফেলে পরিণত হয় বলে পাশ্চাত্যে বহুল প্রচলিত ঠাট্টার কথা উল্লেখ করে পুতিন বলেন, এর পরিপ্রেক্ষিতে বলা যায়, আমেরিকা যেখানেই হস্তক্ষেপ করে তা শেষ পর্যন্ত ইরাক বা লিবিয়ায় পরিণত হয়।
এ ছাড়া, জাতিসংঘের ভূমিকা অকার্যকর হয়ে যাওয়ারও সমালোচনা করেন পুতিন। তিনি বলেন, জাতিসংঘকে সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে এবং জাতিসংঘের সংস্থাগুলোকে কার্যকর ভাবে ব্যবহার করা একান্ত ভাবে প্রয়োজন হয়ে পড়েছে।