Connecting You with the Truth

মালাবিতে বন্যায় ৪৮ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব আফ্রিকার ভূমিবেষ্টিত দেশ মালাবিতে ভয়াবহ বন্যায় অন্তত ৪৮ জনের প্রাণহানি হয়েছে। বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় ২৩ হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট পিটার মুথারিকাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বন্যায় সৃষ্ট বিপর্যয়ে দেশের এক তৃতীয়াংশ এলাকাকে দুর্যোগপ্রবণ হিসেবে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। একইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি। প্রতিবেশী মোজাম্বিক থেকে সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানান, সোমবারই (১২ জানুয়ারি) বন্যার পানিতে ভেসে গেছে ২৫ স্কুলশিক্ষার্থী। গত মাসের (ডিসেম্বর) শুরুতে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যার ব্যাপারে এখনই কোনো ইতিবাচক বার্তা দিতে পারছে না আবহাওয়া অধিদফতর। উপরুন্তু আবহাওয়াবিদরা আগামী দিনে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে শঙ্কার কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি মোকাবেলায় আমার সরকার পেরে উঠছে না। এমতাবস্থায় বিদেশি সাহায্য প্রয়োজন। কর্মকর্তারা জানান, উপদ্রুত এলাকায় বন্যার পানিতে অনেক বাড়িঘর, গবাদি পশু এবং ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া, সড়ক ও রেলযোগাযোগও হয়ে পড়েছে বিচ্ছিন্ন। একজন সরকারি কর্মকর্তা জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাঙ্গোচে জেলা। এই জেলাতেই বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে, দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

Comments
Loading...