আন্তর্জাতিক
মালাবিতে বন্যায় ৪৮ প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ-পূর্ব আফ্রিকার ভূমিবেষ্টিত দেশ মালাবিতে ভয়াবহ বন্যায় অন্তত ৪৮ জনের প্রাণহানি হয়েছে। বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় ২৩ হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট পিটার মুথারিকাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বন্যায় সৃষ্ট বিপর্যয়ে দেশের এক তৃতীয়াংশ এলাকাকে দুর্যোগপ্রবণ হিসেবে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। একইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি। প্রতিবেশী মোজাম্বিক থেকে সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানান, সোমবারই (১২ জানুয়ারি) বন্যার পানিতে ভেসে গেছে ২৫ স্কুলশিক্ষার্থী। গত মাসের (ডিসেম্বর) শুরুতে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যার ব্যাপারে এখনই কোনো ইতিবাচক বার্তা দিতে পারছে না আবহাওয়া অধিদফতর। উপরুন্তু আবহাওয়াবিদরা আগামী দিনে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে শঙ্কার কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি মোকাবেলায় আমার সরকার পেরে উঠছে না। এমতাবস্থায় বিদেশি সাহায্য প্রয়োজন। কর্মকর্তারা জানান, উপদ্রুত এলাকায় বন্যার পানিতে অনেক বাড়িঘর, গবাদি পশু এবং ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া, সড়ক ও রেলযোগাযোগও হয়ে পড়েছে বিচ্ছিন্ন। একজন সরকারি কর্মকর্তা জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাঙ্গোচে জেলা। এই জেলাতেই বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে, দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
Highlights
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮
Highlights
মার্কিন ড্রোন ভূপাতিত করে পুরস্কার পেলেন রাশিয়ান পাইলটরা
Highlights
সব ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল কানাডা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস