Connecting You with the Truth

মালেয়শিয়ায় আনোয়ার ইব্রাহিমের মেয়ে গ্রেপ্তার

File photo of Nurul Izzah Anwar, daughter of jailed Malaysian opposition leader Anwar Ibrahim, speaking to the crowd during a rally to protest against his imprisonment in Kuala Lumpurআন্তর্জাতিক ডেস্ক:

মালেয়শিয়ায় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার কুয়ালালামপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে তারা বাবার কারাদণ্ডের সমালোচনা  করায় ও রাষ্ট্রদোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নুরুল ইজ্জাহ মালেয়শিয়ার সংসদ সদস্য ও বিরোধী দলীয় জোটের সহ সভাপতি । বিরোধী দলের মুখপাত্র ফাহমি ফাদজিল জানান, সংসদে ও বিরোধী দলের সমাবেশে নুরুল ইজ্জাহ তার বাবাকে সমকামিতার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ায় বিচার বিভাগের সমালোচনা করেছিলেন। গত ৭ মার্চ অনুষ্ঠিত পিপলস জাস্টিস পার্টির র‌্যালির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে  নুরুল ইজ্জাহ সোমবার ডাং ওয়াঙ্গি পুলিশ স্টেশনে তার বক্তব্য জানাতে এসেছিলেন। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। ফাহমি আরও জানান, নুরুল ইজ্জাহকে কতো দিন আটক রাখা হবে তা এখনও জানা যায়নি। ফেসবুকে এক  বিবৃতিতে সংসদ সদস্য সুরেন্দ্রান বলেছেন, ‘পুলিশের তদন্ত অবৈধ, অসাংবিধানিক এবং সংসদের অধিকারে গুরুতর হস্তক্ষেপ।’

 

Comments
Loading...