জাতীয়
মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ নির্মাণকর্মী নিহত
ডেস্ক রিপোট:
মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি যোগাযোগ অবকাঠামো ধসে পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কোটা দামানসারা এলাকায় মাস র্যাপিড ট্রানজিটের নির্মাণাধীন একটি অবকাঠামোর (মনোরেল) ৪৯০ টন ওজনের একটি স্প্যান ভেঙে নিচে চাপা পড়েন ওই তিন বাংলাদেশি। সেলানগোর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী পরিচালক মোহা. সানি হারুল বলেন, তিন জনের মধ্যে রাত আড়াইটার দিকে মোহাম্মদ এলাহী হোসেনের (২৭) লাশ ধ্বংস্তূপের নিচে পাওয়া যায়। পরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদ ফারুক খান(৩৮) ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক(৩৪) নামের দুজনের লাশ পাওয়া যায়। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সানগাই বুলো হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় একই জায়গায় চার বাংলাদেশি কর্মরত থাকলেও অপরজন অক্ষত রয়েছেন বলে বারনামাকে জানিয়েছেন এমআরটি কর্পোরেশনের জনসংযোগ পরিচালক আমির মাহমুদ রাজাক। বেঁচে যাওয়া নির্মাণশ্রমিক মোহাম্মদ শাহজাহান (৩০) ঘটনার সময় ওই তিন শ্রমিকের কাছে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বলেন, ঘটনার আগে নিহত শ্রমিকদের একজন তাকে ফোন করে কিছু যন্ত্রপাতি আনতে বলেন। “কনক্রিট যখন তাদের উপর ভেঙে পড়ছিল তখন আমি তাদের দিকে যাচ্ছিলাম।” তিনি বলেন, কনক্রিটের ওই অবকাঠামোর ওপরে তিনজনসহ ওই এলাকায় মোট আটজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার ট্যুইটার পাতায় ঘটনার জন্য শোকপ্রকাশ করে দ্রুত ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এমআরটি করপোরেশনের প্রধান নির্বাহী আজহার আব্দুল হামিদ। এর আগে বিকালে কনক্রিট ধসের স্থলে তিনি সাংবাদিকদের বলেন, “কনক্রিটের স্প্যান ধসে পড়ার কারণ অনুসন্ধানে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি। তদন্তের জন্য নির্মাণাধীন ওই অবকাঠামোর কোটা দামানসারা এলাকার কাজ বন্ধ রাখা হয়েছে। তবে প্রকল্পের অন্যান্য স্থলের কাজ চলছে বলে জানিয়েছেন এমআরটির সিইও। জনসংযোগ পরিচালক আমির বলেন, ঘটনার বিষয়ে বাংলাদেশের দূতাবাসকে জানানো হয়েছে।
Branding
ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মিলনমেলা
Highlights
ফরিদপুরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
Highlights
রাজনৈতিক অস্থিরতা ও বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখার শপথ কুমিল্লা হেযবুত তওহীদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস