Connecting You with the Truth

মায়ানমারে বন্যায় মৃতের সংখ্যা এক শতাধিক

মায়ানমারে বন্যায় মৃতের সংখ্যা ১শ' ছাড়ালো, ক্ষতিগ্রস্ত ১০ লাখমায়ানমারে মারাত্মক বন্যায় মৃতের সংখ্যা একশ’ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লাখ লোক। সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ কথা বলা হয়েছে। এশিয়ার দরিদ্র দেশগুলোর অন্যতম মায়ানমারে গত কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতে ১৪টি রাজ্যের ১২টিই ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। সোমবার দ্য গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার পত্রিকার খবরে বন্যায় মৃতের সংখ্যা একশ’ ছাড়ানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে প্রায় ১০ লাখ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া খবরে বলা হয়, চার লাখ ৪৬ হাজার হেক্টর ধানী জমি বন্যার পানিতে তলিয়ে গেছে এবং চার লাখ ৩০ হাজার জমির ফসল বিনষ্ট হয়েছে। সরকার চারটি অঞ্চলকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পশ্চিমাঞ্চলীয় রাখাইনকে মারাত্মক দুর্যোগ কবলিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবহাওয়া দপ্তরের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়, রোববার নদীর পানির স্তর কিছুটা নীচে নামলেও এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে গত কয়েকদিনে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা হয়েছে। এদিকে দেশটিতে নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ বলছে, বন্যা সত্ত্বেও আগামী ৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও তারা ক্ষয়-ক্ষতি নিরূপনের চেষ্টা করছেন।

Comments
Loading...