Connecting You with the Truth

মা কালীর আশীর্বাদ নিতে কলকাতায় রানী

বিনোদন ডেস্ক:
মুম্বাইয়ে চোপড়া পরিবারের ঘরণী হলেও মনেপ্রাণে ঠিকই বাঙালি রানী মুখার্জি। নিজের আগামী ছবি ‘মারদানি’র প্রচারণা নিয়ে তিনি বেজায় ব্যস্ত। এর মধ্যেও সময় বের করে ঠিকই মা কালীর আশীর্বাদ নিতে কলকাতায় ছুটে এলেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। আদিত্য চোপড়ার সঙ্গে চুপিচুপি বিয়ে করেছেন রানী। কলকাতায় আসা হয়নি বিয়ের পর। ফের ছবির কাজে মন দিয়ে নিজের শহরে এলেন তিনি। নতুন ছবির সাফল্য কামনা করে ১৯ আগস্ট কালীঘাটে পুজোর আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন রানী। এর আগে সেন্ট জেভিয়ার্স কলেজে একবার ঢুঁ মেরেছিলেন তিনি। রানীর নতুন ছবি ‘মারদানি’র প্রযোজক যশরাজ ফিল্মস। প্রদীপ সরকারের পরিচালনায় এতে একজন কড়া আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট।
download

Comments
Loading...