মিউজিক ভিডিওতে মডেল হলেন নওশীন
বিনোদন প্রতিবেদক:
জনপ্রিয় টিভি অভিনেত্রী নওশীন নাহার মৌকে নাটকের বিজ্ঞাপনের পাশাপাশি এবার দেখা যাবে একটি গানের মিউজিক ভিডিওতে। ‘আমি চাই তোরে’ গানের মিউজিক ভিডিওতে তিনি মডেল হয়েছেন। গানটি গেয়েছেন রিজভী ওয়াহিদ ও ন্যান্সি। নওশীন বলেন, গানের মডেল হওয়ার শখ আগে থেকেই ছিল। রিজভী ওয়াহিদের গানের কয়েকটি ভিডিও আমার কাছে দৃষ্টিনন্দন মনে হয়েছে। তাই রাজি হয়েছি। এটি সবার মন কাড়বে বলে আমার বিশ্বাস। ইতোমধ্যে কক্সবাজারে ‘আমি চাই তোরে’ গনের দৃশ্যায়নও হয়ে গেছে। নওশীনের পাশাপাশি মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন রিজভী ওয়াহিদ নিজেই। রিজভীর নতুন একক অ্যালবামে গানটি থাকবে। কিছুদিনের মধ্যেই অনলাইন এবং বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচার করা হবে বলে এর পরিচালক শুভব্রত সরকার জানান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শান এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন।