Connecting You with the Truth

মিজানের অন্তর্ধান

b-1
বিনোদন ডেস্ক:
স্ত্রী চুমকিকে নিয়ে শুরুতে খুব ভালোই ছিলেন মিজান। চুমকির বাবা-মা নেই, রয়েছে একমাত্র ছোটবোন। এক সময় নিজের সংসারে নিয়ে আসেন বোন নাজিবাকে। মিজান খুশি মনে মেনে নেয় সব। নাজিবার লেখাপড়া, বিয়ে-সবকিছু নিয়ে স্ত্রীর সঙ্গে পরিকল্পনাও করে। কিন্তু হঠাৎই রূপ পাল্টে যায় মিজানের। বিভিন্ন সময়ে পাশের ঘর থেকে মিজান-নাজিবার ফিসফিস কথা চুমকির কানে আসতে থাকে। সন্দেহ দানা বাঁধে। অবশেষে এক সকালে চুমকির ধারনাই সত্যি হয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অন্তর্ধান’। রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। সম্প্রতি রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় এর দৃশ্যায়ন শেষ হয়েছে। আর এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, নাজনীন হাসান চুমকি, নাজিবা বাশার এবং একটি বিশেষ চরিত্রে সুবর্ণা মুস্তাফা। মাজনুন মিজান বলেন, অভিনয় আমার পেশা। প্রতিদিন কত রকম চরিত্রে যে অভিনয় করতে হয়। সব কাজ মনেও থাকে না। কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো নাটক সত্যিকার অর্থে তৃপ্তি দেয়। এটি তেমনই একটি নাটক। আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটক ‘অন্তর্ধান’।


Comments
Loading...