মিঠাপুকুরে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ
মিঠাপুকুর প্রতিনিধি: রংপুর মিঠাপুকুরে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ।
২৬শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় রংপুর জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে মিঠাপুকুর উপজেলা দুর্গা পুর ইউনিয়নের পাগলার বাজারে সামীনুর রহমানের উপস্থাপনায় মিঠাপুকুর উপজেলা শাখার হেযবুত তওহীদের সভাপতি মো.রুহুল আমিনের সভাপতিত্বে শান্তি পুর্ন সমাজ গঠনের আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি মো.হাসিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন আমরা মানব জাতি আজ যে অশান্তির মধ্যে পড়িছে এ থেকে উদ্ধার হতে গেলে আমাদেরকে জানতে হবে আমরা কেন এই অশান্তি মধ্যে পড়লাম। আমরা পৃথিবীতে শান্তি পূর্ণভভাবে বসবাস করতে হলে চাইলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যববদ্ধ হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দুর্গা পুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো.নয়া মিয়া প্রমুখ।