Connecting You with the Truth

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মিলন, মিঠাপুকুর, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট নামকস্থানে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি নিহত হন। নিহত শিক্ষক আব্দুল মান্নান (৫০) তাহিয়ারপুর গ্রামের কলিমুল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পাগলারহাট নামক স্থানে পাগলারহাট দাখিল মাদ্রাসার শিক্ষক চা পান করে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে ভ্যানে করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত শিক্ষক ৪ সন্তানের জনক। মাদ্রাসায় চাকুরির পাশাপাশি তিনি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments
Loading...