Connecting You with the Truth

মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে আবার অভিযুক্ত ক্রিস কেয়ার্নস

s-6
স্পোর্টস ডেস্ক:
মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে অভিযুক্ত হলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। ২০১২ সালে লন্ডনের আদালতে ভারতের লোলিত মোদির বিরুদ্ধে
মামলা করে জিতেছিলেন কেয়ার্নস। ক্ষতিপূরণ হিসেবে পেয়েছিলেন ৯০ হাজার পাউন্ড। কেয়ার্নসের বিরুদ্ধে টুইট করে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন মোদি। বক্তব্য ছিল, ম্যাচ গড়াপেটার জন্যই আইপিএলে নেওয়া হয়নি কেয়ার্নসকে। এখন নতুন করে আইসিসিও তদন্ত করছে কেয়ার্নসের বিরুদ্ধে। নিউজিল্যান্ড বোর্ড ঘটনার সত্যতা স্বীকার করেছে। লন্ডনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘পুলিশ আমাদের জানিয়েছে, আদালতে সত্যি বলেননি কেয়ার্নস। কাজেই তার বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে।’ স্বয়ং কেয়ার্নস বলেছেন, ‘ গোটা বিষয়টি নিয়ে আমি অত্যন্ত হতাশ। তবে ফের সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার আরও একটা সুযোগ আমি পাচ্ছি? আশা করি, এর পরে চিরকালের জন্য ওই অভিযোগ থেকে আমি মুক্তি পাব।’ এর জন্য তাকে আদালতে যেতে হবে ২৫ সেপ্টেম্বর? সঙ্গে যোগ করেছেন, ‘এর আগে ব্যাপারটা নিয়ে আমাকে আদালতে যেতে হয়েছে? আমি জানি, আমি এবং আমার পরিবারের জন্য এটা কতটা কঠিন। তবে আমার কোনো কিছুই লুকোনোর নেই এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যা করার আমি করব।’ নিউ জিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট ও ২১৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ক্রিস কেয়ার্নস। জানিয়েছেন, পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা তিনি করবেন। শুধু কেয়ার্নস নন? অভিযুক্ত হয়েছেন লন্ডনের ব্যারিস্টার অ্যান্ড্রু ফিচ। তিনি ২০১২ সালের মামলায় কেয়ার্নসের পক্ষে সাক্ষী দিয়েছিলেন।

Comments
Loading...