মিয়ানমারের অভ্যন্তরে আবারও ব্যাপক হামলার মুখে বাংলাদেশে চলে এসেছে মিয়ানমার বিজিপি সেনা।
বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ শুরু করেছে বিজিপি সেনা। মঙ্গলবার রাত পর্যন্ত আরও ৪৬ বিজিপি সৈন্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব বিজিপি সেনা দিন দিন আশ্রয় পেয়ে বাংলাদেশ কোন সমস্যার সম্মুখীন হবে কিনা এখনই ভেবে দেখা দরকার। একবার এই ধারণা যদি হয়েই যায় যে বাংলাদেশে গেলেই আশ্রয় পাওয়া যায় তবে ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে। তাদের ফেরত পাঠানোর জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই এসব বিষয় এখনই একটি সঠিক সিদ্ধান্তে আসা উচিত।