Connecting You with the Truth

মিরপুরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

death picস্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে চাকরির সন্ধানের বেরিয়ে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম সালমা বেগম (২৫)। স্বামী মো. শহীদ। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চাননাগাঁও গ্রামে। বর্তমানে মিরপুরের পীরেরবাগে পরিবারের সাথে বসবাস করতেন। মিরপুর থানার এসআই মো. আসিফ ইকবাল জানান, আজ সকালে চাকরির খোঁজে সালমা বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে সোজা মিরপুর থানাধীন রোড-১, প্লট-১২ তে আকন্দ টাওয়ারে আসে। পরে তার লাশ ভবনের নিচে পাওয়া যায়। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তিনি আরও জানান, ধরণা করা হচ্ছে ভবনের তৃতীয় বা চতুর্থ তলা থেকে পরে সে মারা গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুরের গ্যালাক্সি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে বলেও জানান এ এসআই।

Comments
Loading...