Connecting You with the Truth

মিরপুরে শোক দিবস পালন করলো স্বেচ্ছাসেবকলীগ

মিরপুর প্রতিনিধি, ঢাকা:
মিরপুরে থানা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার মিরপুর ১ নং বাসস্ট্যান্ড ক্যাপিটাল মার্কেট সংলগ্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যড. মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আসলামুল হক এম,পি ঢাকা-১৪। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা- জনাব ফরিদুর রহমান খান ইরান, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম, সভাপতি মিরপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব মোজাম্মেল হোসেন শরীফ, সাধারণ সম্পাদক মিরপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আলোচনা সভাশেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments
Loading...