মিরসরাইয়ে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টায় পৌরসভার জামালপুর এলাকার কোরবান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সন্ধ্যায় কোরবান আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে একই বাড়ির মো. বেলাল হোসেন, জামাল উদ্দিন ও জসিম উদ্দিনের ঘরসহ মোট ৫টি বসতঘর এবং আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়।