মির্জাগঞ্জে উপনির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন
পটুয়াখালী:
পটুয়াখালীর মির্জাগঞ্জের ৬নং মজিদবাড়ীয়া ইউনিয়নের বাসন্ডা ইউপি সদস্য পদে উপনির্বাচনে কারচুপির অভিযোগ করে পুনরায় নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য প্রার্থী মো: ফোরকান মিয়া। ২৭ আগস্ট বুধবার বেলা ১০টায় পটুয়াখালী সাংবাদিক ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মো: ফোরকান মিয়া লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৪ আগস্ট উপনির্বাচনে মিজানুর রহমান দুলাল জাতীয় পার্টির নেতা হওয়ায় ক্ষমতার বলে ব্যাপক জাল ভোট ও গণনায় কাচুপির মাধ্যমে প্রিজাইডিং অফিসারের সহায়তায় ভোট গণনার পরে ফোরকান মিয়ার মোরগ মার্কার ব্যালট পেপার কেন্দ্রের বাহিরে পানিতে পাওয়া যায়। তাই পুনরায় উপনির্বাচন চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।’ উক্ত সংবাদ সম্মেলনে পটুয়াখালী সাংবাদিক ক্লাবের সভাপতি মোজাহিদুল ইসলাম নান্নু, সহ সভাপতি গাজী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবু তাহের বাপ্পাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।