মিসৌরিতে দ্বিতীয় রাতের মতো কারফিউ; সেনা মোতায়েন
শেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার জের ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিসোরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে সেনা মোতায়েন করা হচ্ছে। লাগাতার বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হওয়ায় শহরটিতে সেনা মোতায়েন সংক্রান্ত আদেশনামায় সই করেন রাজ্যের গভর্নর জ্য নিক্সন। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বিক্ষোভ দমনে ফার্গুসনে দেশটির সশস্ত্র বাহিনীর রিজার্ভড ফোর্স ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। রোববার দ্বিতীয় রাতের মতো জারি হওয়া কারফিউতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর গভর্নর এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করছে রাজ্য সরকার। সেন্ট লুইসের শহরতলী ফার্গুসনের পুলিশ দাবি করছে, বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালানোয় ‘পাল্টা প্রতিরোধ গড়া ছাড়া কোনো উপায় নেই’। স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় কারফিউর সময় শুরু হওয়ার আগে সড়কে সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করে। গত ৯ আগস্ট এক শেতাঙ্গ পুলিশ সদস্যের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন (১৮) নিহত হন। কৃষ্ণাঙ্গদের দাবি, ব্রাউনকে নিরস্ত্র অবস্থায় বিনাবিচারে হত্যা করা হয়। এ ঘটনার বিচার চেয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ করে আসছে কৃষ্ণাঙ্গরা। মিসৌরির হাইওয়ে পুলিশের মুখপত্র জাস্টিন হুইটলি বলেন, গভর্নর পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাতে প্রথম কারফিউ জারি করেন। পরিস্থিতি বুঝে কারফিউ বাড়ানোর পরিকল্পনা আছে রাজ্য সরকারের। এদিকে হাইওয়ে পুলিশের ক্যাপ্টেন রন জনসন জানান, সেন্ট লুইসেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষ্ণাঙ্গরা। বিক্ষোভ চলাকালে সেখান থেকে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধও হন।