Connecting You with the Truth

মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

খেলা ডেস্ক:
হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে এবার মিয়ামি ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। মুখে অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা সেরেনা নিজেকে ফিট মনে না করায় এই টুর্নামেন্টে খেলছেন না।

২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনার আগে এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।

এ সম্পর্কে সেরেনা মার্কিন গণমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় আমি সত্যিই দারুন হতাশ। এখানে আমার বাড়ি বলে মিয়ামি টুর্নামেন্ট আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। এ বছর অত্যন্ত চমৎকার কিছু সমর্থককে দেখতে পাবনা বলে আমি দু:খিত। আশা করছি দ্রুতই এখানে আবারো ফিরে আসতে পারবো।’

গত বছর করোনা মহামারীর কারণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি। সেরেনা নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্ণামেন্টের আকর্ষণ আরো কমে গেল বলে সংশ্লিষ্টদের ধারনা। আটবার এই টুর্ণামেন্টে শিরোপা জয় করেছেন ৩৯ বছর বয়সী সেরেনা।

Comments
Loading...