মীর কাসেমের ফাঁসি কার্যকর হওয়ায় রংপুর মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল
রংপুর প্রতিনিধিঃ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও জামায়াত ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় রবিবার দুপুরে রংপুর মহানগরীতে আনন্দ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ।
নগরীতে ছাত্রলীগের মিছিল উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সমবেত হয়। পরে সেখান থেকে দুপুরে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেনসহ অন্যান্যরা। রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি)সহ নগরীর ৩৩টি ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশ নেয়।
সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের কোন ক্ষমা নেই উল্লেখ করে বলেন, যতক্ষন পর্যন্ত চিহ্নিত দাগি যুুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না ততক্ষন পর্যন্ত বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে থাকবেন। গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির রোল মডেল হিসেবে যেভাবে এগিয়ে যাচ্ছে তা কোন শক্তিই রোধ করতে পারবে না।
ছাত্রলীগ নেতৃবৃন্দ পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদেরকে জনতাকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবির ও জঙ্গিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।