Connecting You with the Truth

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

munshigonjমুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের সুকুমার মণ্ডল (৫৫) ও তার স্ত্রী পারুল মণ্ডল (৪৮) ও কেটয়খালী গ্রামের লাইটিং ব্যবসায়ী ফরহাদ হোসেন (২৮)। আহতরা হলেন- আ. সাত্তার (৭০), সজিব (২০), সানজিদা (১০), আয়নাল (৩৩) ‍ও পারভীন (৪০)।
সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, ঢাকা থেকে মাওয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন ও ঢাকা নেয়ার পথে একজন মারা যান।
এদিকে ফরহাদের মৃত্যুর খবর এলাকায় এসে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা কেয়টখালী এলাকায় দুপুর দুইটা থেকে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুপাশে প্রায় ৫ কিলোমিটার যানজট তৈরি হয়। দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments
Loading...