মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ ইউপি নির্বাচনে ৪ শত ২জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম ধাপে ২২ মার্চ অনুষ্ঠিত হবে এতে আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রপ্রার্থী চেয়ারম্যান, সংরক্ষিত ও সদস্য পদে ৪ শত ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ থেকে মো. ইকবাল হোসেন, বিএনপি থেকে আব্দুল খালেক শিকদার (রশুনীয়া), আ’লীগ আব্দুল মতিন হাওলাদার, বিএনপি কাজী কামরুজ্জামান লিপু (ইছাপুরা), আ’লীগ মো. সাইফুল ইসলাম, বিএনপি মো. কবির হোসেন (বাসাইল), আ’লীগ এস এম সোহরাব হোসেন, বিএনপি মো. খলিলুর রহমান (লতব্দি), আ’লীগ আবু বক্কর সিদ্দিক, বিএনপি হাজি আমিন উদ্দিন চৌধুরী (বালুচর), আ’লীগ আলাউদ্দিন গাজি, বিএনপি মাহমুদুদুর রহমান কুট্টি (বয়রাগাদী), আ’লীগ সানজিদা আক্তার জোৎস্না, বিএনপি আজিজুল হক খান (মালখানগর), আ’লীগ হাজী আব্দুল করিম, বিএনপি আজিম আল রাজি (মধ্যপাড়া), আ’লীগ রফিকুল ইসলাম দুদু বিএনপি জমা দেয় নাই (জৈনসার) ও আ’লীগ মীর লিয়াকত আলী, বিএনপি মো. আবু তাহের (কোলা)।
একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে জৈনসার ইউনিয়ন পরিষদ মনোনয়নপত্র জমা দিয়েছেন রফিকুল ইসলাম দুদু ও মালখানগর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য মহসিনা আক্তার মিমি। এছাড়া আ’লীগের বিদ্রোহী প্রার্থী লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ ফজলুল হক ও বয়রাগাদি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ এবং মালখানগর ইউনিয়ন বিএনপি বিদ্রোহী প্রার্থী বিপ্লব মিয়া মাতাব্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন।