Connecting You with the Truth

মুন্সীগঞ্জে দুটি মৃতদেহ উদ্ধার

Las-uddar21455171449

রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের দক্ষিন ইসলামপুর ও টংগীবাড়ী উপজেলার বেতকা এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাড়ে ৯ টার দিকে দক্ষিন ইসলামপুর এলাকায় যুগীনিঘাট এলাকা থেকে গলায় ফাস দেওয়া অবস্থায় মো: নূরু মিয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করায় হয়। এদিকে, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানা ও টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

Comments
Loading...