মুম্বইয়ের ধাঁচে ইউরোপে হামলার ছক আইএস জঙ্গিদের
আন্তর্জাতিক ডেস্ক: মুম্বইয়ের ধাঁচে ফের ইউরোপে হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপল পুলিশ। রিপোর্টের তথ্য উল্লেখ করে ইউরোপিয়ান ইউনিয়নের পুলিশ প্রধান জানিয়েছেন, আইএস জঙ্গিরা ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ফ্রান্সে ফের হামলা চালাতে পারে।
মুম্বইয়ের ধাঁচে তাদের লক্ষ্য জনবহুল এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ করা। নিরীহ, সাধারণ মানুষই জঙ্গিদের সফট টার্গেট। সিরিয়া ছাড়াও, ইউরোপের বিভিন্ন দেশ ও বলকান অঞ্চলে আইএস জঙ্গিদের প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে বলে রিপোর্ট পেশ করেছে ইউরোপল পুলিশ।