Connecting You with the Truth

মুম্বাইকে হারিয়ে লাহোরের বিজয়

s-3
স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তানের লাহোর লায়ন্স। ৮ বল বাকি থাকতেই এ জয় পায় মোহাম্মদ হাফিজের দল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হাফিজ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে মুম্বাই। নিয়মিত অধিনায়ক রহিত শর্মার পরিবর্তে মুম্বাইকে এ ম্যাচে নেতৃত্ব দেন কিরন পোলার্ড। দলের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান আদিত্য তারে। ৩৬ বলে দুই চার আর সমান ছয়ে তিনি করেন ৩৭ রান। এছাড়া মাইক হাসি ওপেনিংয়ে নেমে করেন ২৮ রান। ২০ রান করে অপরাজিত থাকেন প্রভিন কুমার। হরভজন সিং ১০ বলে করেন ১৮ রান। লাহোরের হয়ে দুটি করে উইকেট পান ওয়াহাব রিয়াজ এবং আইজাজ চিমা। ১৩৬ রানের জয়ে লক্ষ্যে খেলতে নেমে আহমেদ শেহজাদ ও নাসির জামসেদ ওপেনিং জুটিতে তুলে নেন ৫১ রান। শেহজাদ ৩৩ বলে ৫টি চার আর ১টি ছয়ে করেন ৩৪ রান। আর জামসেদ করেন ২৪ বলে ২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে উমর আকমলের ব্যাট থেকে। মাত্র ১৮ বল খেলে ৪টি চার আর ২টি ছক্কা হাঁকিয়ে তিনি অপরাজিত থাকেন ৩৮ রানে। ১৮.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাহোর লায়ন্স।


Comments
Loading...