Connecting You with the Truth

মুম্বাইয়ের নেতৃত্বে কাইরন পোলার্ড

স্পোর্টস ডেস্ক:s-8
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মতো ভালোই বেকায়দায় পড়েছে নীতা আম্বানীর মুম্বাই ইন্ডিয়ান্স। চোটের কারণে ছিটকে পড়ায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিতে পারছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় নেতৃত্ব দেবার জন্য বেছে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে। গত বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলতে এবার বাছাইপর্বের বাধা উৎরাতে হবে। যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তানের দল লাহোর লায়ন্স। ম্যাচটি শনিবার রায়পুরে হবে। গতবার আইপিএলে ২৯ ছক্কা মেরে মুম্বাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান রেখেছিলেন পোলার্ড। ফাইনালেও জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। সবমিলে পোলার্ড মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছেন ৯৬ ম্যাচে। নেতৃত্বে তাকে বেছে নেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) তিনি বার্বাডোজ ট্রাইডেন্টসকে নেতৃত্ব দিয়েছেন। চ্যাম্পিয়নও হয় পোলার্ডের দল। দেখাই যাক এবার মুম্বাইকে তিনি চ্যাম্পিয়ন বানাতে পারেন কি-না?


Comments
Loading...