Connecting You with the Truth

মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ৫২

mexico jail bdp24

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরে মন্টেরে শহরের টপো চিকো কারাগারে এক রক্তক্ষয়ী দাঙ্গা এবং অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জন বন্দি নিহত হয়েছেন। দুই দল বন্দির দ্বন্দ্ব সংঘাতে রূপ নিলে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। প্রায় চল্লিশ মিনিট ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষকে আঘাত করার জন্য বন্দিরা ধারালো অস্ত্র, ব্যাট এবং লাঠি ব্যবহার করে। তবে এ সময় কোনো কারাবন্দি পালিয়ে যেতে পারেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, বিবদমান দল দুটি বহুদিন ধরে মেক্সিকোর মাদক সাম্রাজ্যের আধিপত্য বিস্তার নিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে আসছে। এমনকি জেলখানার ভেতরেও সেই বিরোধ প্রকটভাবে রয়েছে।

এরই জের ধরে মধ্যরাতে একদল অন্যদলের ওপর ধারালো অস্ত্র, লাঠি আর ব্যাট নিয়ে আক্রমণ চালায়। এক পর্যায়ে এদেরই কেউ জেলখানার একটি গুদাম ঘরে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কারাগার। সাধারণ বন্দিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে বন্দিদের আত্মীয়-স্বজনরা জেলখানার বাইরে ভিড় জমায়।

স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ দীর্ঘ সময় কারাগারের বাইরের রাস্তা অবরোধ করে রাখেন।

এক পর্যায়ে বাইরে নিরাপত্তাকর্মীদের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। তবে গভর্নর জেমি রদ্রিগুয়েজ বলছেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।

তিনি জানিয়েছেন, কেউ জেল থেকে পালায়নি, কিংবা সংঘর্ষে কোনো আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়নি। কারাগারের ভেতরে এবং আশপাশের অন্য কারাগারগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, আহত আরও ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

Comments
Loading...