মেক্সিকোয় সন্ত্রাসী কর্তৃক হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিচোয়াকানে পুলিশের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা ও হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এক পুলিশ অফিসারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এঘটনা জানায়।
মিচোয়াকান প্রদেশের গভর্নর সিলভানো অ্যারিওলেস টুইটারের জানায়, সন্ত্রীসাদের নেতাকে গ্রেফতারের সময় পরিচালিত পুলিশি অভিযানের মধ্যে এ ঘটানো হয়। তবে, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, কারা এই হামলা চালিয়েছে।
তিনি আরও জানায়, অভিযানে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের সহায়তার জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছিল, ঠিক তখনই তারা এটি ভূপাতিত করে। এতে পাইলট ও তিন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হয় এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।