Connecting You with the Truth

‘মেগা মানডে’ কর্মসূচিতে আহত শতাধিক: কী হলো মোল্লা কলেজে?

ঢাকার মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। সোমবার বেলা ১২টা থেকে মোল্লা কলেজের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বিকাল সোয়া ৪টা নাগাদ হাসপাতালে ৩০ জনকে আহত অবস্থায় আনা হয়। এদের মধ্যে দুই-তিনজন পথচারী এবং যানবাহনের চালকও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের রাজীব (১৯) এবং দ্বিতীয় বর্ষের শাহেদুল (২০), কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের রানা (২০), মারুফ (১৯), রুমান (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯), একই কলেজের স্নাতক প্রথম বর্ষের অনুপম দাস (২৩) এবং দ্বিতীয় বর্ষের সুমন (২২), ইম্পেরিয়াল কলেজ হাতিরঝিল শাখার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের হুমায়ুন (২০)।

কবি নজরুল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, “আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের অন্তত ৫০ জন আহত হয়েছে। রোববারের হামলার ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিই। কিন্তু মোল্লা কলেজের পক্ষ হয়ে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।”

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী চিকিৎসা নিতে যায়। তাদের মধ্যে কয়েকজন হলেন নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮), রাজিম (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩), রাতুল (২১), শফিকুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৪), সজীব বেপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪), সিয়াম (১৮)।

ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। কয়েকজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

রোববার মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সুপার সানডে কর্মসূচির সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সোমবার ‘মেগা মানডে’ কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী কলেজ এবং নজরুল কলেজের শিক্ষার্থীরা।

মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর বলেন, “আমাদের কলেজের বিশাল ক্ষতি হয়েছে। আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের সহযোগিতা পেলে এমন ঘটতো না।”

এই সংঘর্ষে মোল্লা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলেও তিনি দাবি করেন।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের মধ্যে বেশ কয়েকজনকে মারধর করা হয় এবং তারা সড়কে লুটিয়ে পড়েন। মোল্লা কলেজের বিভিন্ন অবকাঠামো ভাঙচুরের শিকার হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Comments
Loading...