Connecting You with the Truth

মেসিকে রিয়ালে চান না ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবারই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনে পানি ঢেলে দিয়েছিলেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। তবে, মেসি যদি শেষ পর্যন্ত ক্লাব ছাড়ে তাহলে তাকে রিয়াল মাদ্রিদের দরকার হবে না। এমনটাই জানিয়েছেন রিয়াল গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস। এর আগে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনে পুরো ফুটবলবিশ্বেই তোলপাড় লাগে। এমনকি বার্সা কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির সম্পর্ক ভালো যাচ্ছে না এমন দাবিও উঠে। এছাড়াও ইংলিশ ক্লাব চেলসি মেসিকে পেতে ২৫০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত এমন খবরও গণমাধ্যমে উঠে আসে। অবশ্য মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনে কান দিচ্ছেন না ক্যাসিয়াস। তিনি জানিয়েছেন, মেসি মনে হয় না বার্সা ছাড়বে। যদি ছাড়েও তাহলে রিয়ালের পক্ষ থেকে তাকে কেনার দরকার হবে না। কারণ, বর্তমানে দল হিসেবে রিয়াল যথেষ্ট শক্তিশালী। ক্যাসিয়াস বলেন, ‘আমার মনে হয় না বার্সায় কোন অভ্যন্তরীণ সমস্যা আছে। তারা লা-লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়নস লিগে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছে। লা লিগায় তাদের সঙ্গে আমাদের খুব বেশি পয়েণ্ট ব্যবধান নেই।’

Comments
Loading...