Connecting You with the Truth

মেসিবিহীন আর্জেন্টিনা দু’সময়!

s-3
স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রধান লুইস সেগুরা জানালেন, বার্সেলোনার তারকা ফুটবলার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি কবে দেশের হয়ে খেলতে পারবেন এমন সিদ্ধান্ত মেসি নিজে এবং তার ক্লাব বার্সা কেউই নেয়নি। বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধের ম্যাচে জার্মানির বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপ পরবর্তী এ প্রীতি ম্যাচে ৪-২ গোলে বিশ্বচ্যাম্পিয়নদের হারায় মেসিবিহীন আর্জেন্টিনা। নতুন কোচ জেরার্ডো মার্টিনোর দায়িত্বে প্রথম ম্যাচেই খেলতে পারেন নি মেসি। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে বার্সার এ তারকা খেলার সময় চোট পেয়েছিলেন। ফলে দেশের হয়ে খেলতে পারেন নি মেসি। সেগুরা বলেন, ‘উরুর সমস্যার কারণে মেসি জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেননি। তাকে ছাড়াই আমরা জিতেছি। মেসি এবং তার পরিবার ও ক্লাব থেকে এখনও কেউ জানায়নি সে কবে খেলতে পারবে।’ তিনি আরো বলেন, ‘মেসি বিশ্ব সেরা একজন খেলোয়াড়। আর আমরা গর্বিত যে, তার মতো একজন ফুটবলার আমাদের দলে রয়েছে। তাকে দলে পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে দলে যোগ দিলে তা দলের জন্যই মঙ্গল হবে।’ আগামী ১১ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে।

Comments
Loading...