মেসির মতো তারকার সঙ্গে খেলে গর্ব অনুভব করছে হাদ্দাদি
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠ মাতানোর উপহার পেয়েছেন স্প্যানিস তরুন স্ট্রাইকার মুনির আল হাদ্দাদি। বার্সার হয়ে এলচের বিপক্ষে অভিষেক ঘটেছে তার। অভিষেক ম্যাচেই মেসির সাহায্য নিয়ে দলকে পাইয়ে দিয়েছেন গোল। ম্যাচ শেষে তিনি বললেন, ‘মেসির মতো তারকার সঙ্গে খেলা আমার জন্য গর্বের।’ ক্যাম্প ন্যুতে ঘরের মাঠে মেসির জোড়া গোল আর হাদ্দাদির অভিষিক্ত গোলে এলচের বিপক্ষে লা লিগার নতুন মৌসুমে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সা। মাত্র ১৮ বছর বয়সী হাদ্দাদি ম্যাচের ৪৬ মিনিটে গোলটি করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি আমার অভিষেক নিয়ে অনেক আনন্দিত। ভাল লাগছে গোল করতে পেরে আর সতীর্থদের সাহায্য পেয়ে। ক্যাম্প ন্যু’তে গোল পাওয়া আমার জন্য সম্মানের। মেসির পাশে খেলতে পেরে গর্ব অনুভব করছি।’ বিশ্ব ফুটবলের আশ্চর্য বালক হাদ্দাদি আরো বলেন, ‘লুইস এনরিক আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, কিছুটা সময় দেখে খেলতে। আমি সে অনুযায়ী খেলেছি এবং তার ফলও পেয়েছি। তিনি এমন একজন কোচ যিনি সব সময় আমাদের বলেছেন, পরিশ্রম করতেই থাকো, ভাল ফল পাবে।’ হাদ্দাদি তার অভিষিক্ত গোল উৎসর্গ করেছেন তার বাবা-মা, ভাই-বোন এবং পরিবারের অন্যান্যদের।