Connecting You with the Truth

মেসি-নেইমার দু’জনই মেধাবী ফুটবলার

s-2
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, ক্লাবের সকলে মেসি এবং নেইমারের সেরাটাই প্রত্যাশা করে। এ জুটির কাছে সব সময়ই অসাধারণ ফুটবল দক্ষতা দেখতে চায় বার্সা সতীর্থরা, এমনটি জানিয়েছেন ইনিয়েস্তা। লা লিগার প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে নতুন কোচ লুইস এনরিকের বার্সা। প্রথম ম্যাচে মেসির জোড়া গোলে এলচেকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে এনরিক শিষ্যরা। পরের ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে ১-০ গোলে এবং তৃতীয় ম্যাচে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে নেইমারের জোড়া গোলে জয় তুলে নিয়েছে বার্সা। প্রথম তিন ম্যাচে নিয়মিত অধিনায়ক হিসেবে নতুন ঘোষিত জাভিকে পায়নি বার্সা। তার পরিবর্তে ইনিয়েস্তা প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর তার নেতৃত্বেই দারুন সব জয় তুলে নিয়েছে বার্সা। ৩০ বছর বয়সী ইনিয়েস্তা বলেছেন, ‘আমরা দু’জন অসাধারণ ফুটবলারকে একই সঙ্গে দলে পেয়েছি। তারা দু’জনই মেধাবী ফুটবলার হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। আমরা চাই দুই সেরা ফুটবলার মেসি এবং নেইমার সব সময় আমাদের তাদের সেরাটাই দিয়ে যাবে।’ মেসি এবং নেইমারের সঙ্গে নতুন চুক্তি করা উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ক্লাবকে আরো বেশি শক্তিশালী করে তুলবে তা অনুমেয়ই। বার্সার হয়ে ৩৩৯ ম্যাচে মাঠে নামা ইনিয়েস্তা আরো বলেন, ‘টুর্নামেন্টে আমরা লড়াই করার মতো অসাধারণ দল গড়েছি। নতুন খেলোয়াড়দের সঙ্গে আমরা পেয়েছি নতুন দক্ষ একজন কোচকে। তাই নিঃসন্দেহে বলতে পারি এ মৌসুমটা আমাদের দারুণ যাবে।’


Comments
Loading...