স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার মিডফিল্ডার জাভিয়ের মাসচেরানো তার সতীর্থ লিওনেল মেসিকে আগের থেকে বেশি পরিনত ও সেরা ফুটবলার বলে আখ্যায়িত করলেন। মেসিকে ছাড়া বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার যেতে কষ্ট হত বলেও মনে করেন তিনি। মাসচেরানোর মতে, ২০০৯ থেকে ২০১২ সালের চারবারের ব্যালন জেতা মেসি ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়। মেসি প্রসঙ্গে তিনি বলেন, ‘মেসি আমাদের সবই দিয়েছে। তারপরও আমি মনে করি, সে আগের চেয়ে বেশি ভাল খেলা শুরু করেছে।’ আর্জেন্টিনার এ তারকা ফুটবলার বিশ্বকাপ প্রসঙ্গে বলেন, ‘আমরা যখন শেষ ১৬’তে উঠি, তখনও ভেবেছিলাম মেসি আমাদের একাই সে পর্যায়ে নিয়ে এসেছে। মেসি এবং গঞ্জালো হিগুইনকে ছাড়া আমরা এতদূর যেতে পারতাম না। ডিফেন্সে নেমে খেলা মেসির স্টাইল নয়। তবুও সে ডিফেন্সে নেমে খেলেছে। এরপরও সে আমাদের কাছে কোনো অভিযোগ করে নি। তাকে ছাড়া আমরা বিশ্বকাপের ফাইনালে যেতে পারতাম না।’ বিশ্বকাপের পর লা লিগার নতুন মৌসুমে, চমৎকার ভাবে শুরু করেছে মেসি। বার্সার এ তারকার জোড়া গোলে মৌসুমের প্রথম ম্যাচে এলচেকে তারা হারিয়েছে ৩-০ গোলে।