মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বের ড্র
স্পোর্টস ডেস্ক:
মোনাকোতে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৩২টি দলকে ৮ ভাগ করে প্রতি গ্র“পে লটারির মাধ্যমে ৪টি করে দল রাখা হয়েছে। স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা রয়েছে ‘এফ’ গ্র“পে। আর গত মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ‘বি’ গ্র“পে। ‘এ’ গ্র“পে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের সঙ্গে রয়েছে আরেক ফেভারিট জুভেন্টাস। লিভারপুল রয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে। ‘বি’ গ্র“পের অন্য দুটি দল হল বাসেল ও লুদোগোরেতস। আর বার্সেলোনার সঙ্গী পিএসজি, আয়াক্স ও আপোয়েল নিকোশিয়া। ‘ডি’ গ্র“পে রয়েছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ড, আন্ডারলেখট ও গ্যালাতাসারে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ রয়েছে ‘ই’ গ্র“পের ম্যানচেস্টার সিটি, রোমা আর সিএসকেএ মস্কো। চেলসির সঙ্গে ‘জি’ গ্র“পে আছে শালকে, স্পোর্টিং লিসবন ও মারিবোর। প্রতিটি গ্র“প থেকে দুটি করে দল দ্বিতীয় রাউন্ডে উঠবে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্র“পগুলো:
এ গ্র“প: অ্যাতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস, অলিম্পিয়াকোস ও মালমো।
বি গ্র“প: রিয়াল মাদ্রিদ, বাসেল, লিভারপুল ও লুদোগোরেতস।
সি গ্র“প: বেনফিকা, মোনাকো, জেনিত সেইন্ট পিটার্সবার্গ ও বায়ার লেভারকুজেন।
ডি গ্র“প: আর্সেনাল, বরুসিয়া ডর্টমুন্ড, আন্ডারলেখট ও গ্যালাতাসারে।
ই গ্র“প: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, রোমা ও সিএসকেএ মস্কো।
এফ গ্র“প: বার্সেলোনা, পিএসজি, আয়াক্স ও আপোয়েল।
জি গ্র“প: চেলসি, শালকে, স্পোর্টিং লিসবন ও মারিবোর।
এইচ গ্র“প: পোর্তো, শাখতার দোনেৎস্ক, অ্যাতলেতিক বিলবাও ও বাতে বরিসভ।