Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট পেতে যা করবেন

Speed-up-Internetবর্তমানের দেশে ইন্টারনেট ব্যবহাকারীদের মধ্যে ৭৫ ভাগই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। তবে নানা কারণে মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট না পাওয়ায় চিন্তিত ব্যবহারকারীরা।

সাধারণত মোবাইলে ইন্সটলকৃত নানা অ্যাপের কারণে এধরণের সমস্যা হয়। এই সমস্যা দূর করতে নিচের পরামর্শ গুলো মেনে চলতে পারেন –

১। মোবাইল থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আন-ইনস্টল করুন।

২। গুগল প্লে স্টোর থেকে ‘ক্লিন মাস্টার’ অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করুন।

৩। ‘ক্লিন মাস্টার’ অ্যাপের মাধ্যমে মোবাইলে জাঙ্ক ফাইল গুলো নিয়মিত মুছে ফেলুন।

৪। মোবাইলে হার্ডড্রাইভ থেকে ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন।

৫। সবসময় ব্যবহার করা হয় না এমন অ্যাপগুলো আলাদা মেমোরি কার্ডে সংরক্ষণ করুন।

কাজ গুলো ভালো ভাবে সম্পন্ন হলে মোবাইলটি রি-স্টার্ট দিন। এর মাধ্যমে মোবাইলে ইন্টারনেট গতি তুলনামূলক ভাবে বৃদ্ধি পাবে।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.