Connecting You with the Truth

মৌ’র অসমাপ্ত ত্রিভুজ

বিনোদন ডেস্ক:
‘অসমাপ্ত ত্রিভুজ’ নামে আসছে ঈদের একটি নাটকের শ্যুটিং শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর থেকে। এ নাটকে অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ, অপূর্ব, তানভীর প্রমুখ। শ্যামল শিশিরের রচনায় নাটকটি নির্মাণ করছেন সাখাওয়াৎ মানিক। অভিনেত্রী জারা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের ভোকালিস্ট রনকে ভালবেসে বিয়ে করেছে বছর দুয়েক হলো। ইমন বিশ্ববিদ্যালয় জীবনে জারাকে ভালবাসত এবং এখনো জারার অপেক্ষায় আছে। এই তিনজনকে নিয়েই মূলত নাটকটির গল্প তৈরি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.