Connecting You with the Truth

মৌসুমীর ঠোঁটে ‘আলিফ লায়লা’ সিরিজের ডায়ালগ

বিনোদন ডেস্ক:b-1

আরব্য উপন্যাসের ‘আলিফ লায়লা’ সিরিজে আমরা শুনেছি ‘খুলে যা সিমসিম’ সংলাপটি। এই জনপ্রিয় সংলাপ এবার থাকছে চিত্রনায়িকা মৌসুমীর ঠোঁটে। খুব শিগগিরই ডেকো গ্র“পের ‘সিমসিম’ নামে নতুন একটি বিস্কুটের মডেল হিসেবে দেখা যাবে তাকে। ৩ জানুয়ারি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার কোক স্টুডিওতে এর শ্যুটিং শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন মেহেদী হাসিব। মৌসুমী বলেন, ‘নতুন এ বিজ্ঞাপনে আমাকে ভিন্নরুপে দেখা যাবে। অলরাউন্ডার এক সন্তানকে নিয়ে মার গর্বের বিষয়টিও থাকছে এ বিজ্ঞাপনে। আর তার মূল কারণ সিমসিম বিস্কুট। মজা করেই কাজটি শুরু করেছি।’ ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ৪০ সেকেন্ডের এ বিজ্ঞাপনে এনিমেশনের কাজও থাকছে বলে জানান নির্মাতা হাসিব।

Comments
Loading...