Connecting You with the Truth

মৌসুমী জ্বরে শাবনুর

b-9বিনোদন ডেস্ক:
ছেলেকে নিয়ে ইস্কাটনের ফ্ল্যাটে থাকছেন শাবনুর। মা হওয়ার পর এখনো ফেরেন নি অভিনয়ে। কারণ একটাই মাতৃত্ব উদযাপন। ইদানীং বেশ কিছু পরিচালক প্রযোজক শাবনুরকে নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছেন। শাবনুরও রাজি। কিন্তু বেরসকি মৌসুমী অসুখের কারণে আটকে গেলো নতুন ছবিতে চুক্তির দিনক্ষণ। এ প্রসঙ্গে শাবনুরের স্বামী অনিক জানান, ‘সাত-আটদিন ধরে সিজনাল ঠান্ডা জ্বরে ভোগছে শাবনুর ও তার ছেলে আইজান। তবে শাবনুরের অবস্থার উন্নতি হলেও ছেলে আইজানের অবস্থা অপরবির্তিত। উল্লখ্যে প্রয়াত এম এম সরকারের অসমাপ্ত ছবি পাগল মানুষ এর কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন বদিউল আলম খোকন। শাবনুরের সঙ্গে নতুন করে চুক্তি করার জন্য আজ শাবনুরের সঙ্গে বৈঠকের কথা থাকলেও অসুস্থতার কারণে তা হয়ে ওঠেনি।

Comments
Loading...