মৌসুমের শুরুতে খেলতে পারবেন না মরকেল
স্পোর্টস ডেস্ক:
ঘরোয়া মৌসুমের শুরুতে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ড ক্রিকেটার এলবি মরকেল। গোড়ালির ইনজুরির জন্য ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ৩৩ বছর বয়সী মরকেল গত আগস্টে প্রাক মৌসুম ট্যুরে খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন। একটি টেস্ট খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি ওয়ানডে ও ৪৯টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। ইনজুরির ব্যাপারে মরকেল বলেছেন, ‘কমপক্ষে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আমাকে। হয়তো বেশি সময়ও লাগতে পারে। খারাপ লাগছে, টাইটানসের হয়ে খেলতে পারবে না ঘরোয়া টোয়েন্টি-২০ প্রতিযোগিতায়। ভালো পারফর্ম করলে টাইটানসের সুযোগ থাকবে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০তে খেলার।’