Connect with us

খেলাধুলা

ম্যানচেস্টারে পৌঁছেছেন তারকা ডি মারিয়া

Published

on


স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টারে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এঞ্জেল ডি মারিয়া। সোমবার রিয়াল মাদ্রিদ থেকে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন মেডিক্যাল পরীক্ষা দিতে। তারপরই কাগজে কলমে ইউনাইটেডে থাকার ব্যাপারে চূড়ান্ত চুক্তিটা সেড়ে নিবেন। আর তা হবে মঙ্গলবারই। ডেভিলদের দলে যোগ দিচ্ছেন এঞ্জেল এটা ঠিক হয়েই ছিল। শুধু আনুষ্ঠানিকতাটাই বাকিআছে। তাও হবে আজই। তবে ঠিক হয়ে গেছে সবকিছুই। বিয়ালের ইতিহাসে সবচেয়ে বড় বিক্রির রেকর্ড গড়ছেন ডি মারিয়া। মজার ব্যাপার হল ম্যানইউ থেকে রোনালদোকে আনতে যে খরচ করতে হয়েছিল তাদের প্রায় সমান খরচে ডি মারিয়াকে দলে নিতে হচ্ছে ওল্ড ট্রাফোর্ডকে। স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কার দেয়া তথ্য মতে, রোনালদোকে ৯৬ মিলিয়ন ইউরোতে দলে ভিড়ানো হয়েছিল ২০০৯ সালে। আর পাঁচ বছর পর মাদ্রিদ মিডফিল্ডার ডি মারিয়াকে ইউনাইটেডের জন্য ছাড়া হচ্ছে ৯০ মিলিয়ন ইউরোতে। গোলডটকমের তথ্য মতে মাদ্রিদদে লা দেসিমা জেতানো মিডফিল্ডার এঞ্জেল ডি মারিয়ার সাপ্তাহিক পারিশ্রমিকটা ছাড়িয়ে যাবে ওয়েন রুনির পাওয়া পারিশ্রমিককেও। তিনি বোনাসসহ ৩ লাখ ৬০ হাজার ইউরো পাবেন সাপ্তাহে। আর তার দলবদলটা ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি হিসেবেই গন্য হবে। এর আগে ২০১১ সালে ফার্নান্দো তোরেসকে বেনফিকা থেকে চেলসি ৬৩ মিলিয়ন ইউরোতে দলে ভিড়ানোটা ছিল সর্বোচ্চ। গত মৌসুমে ব্যর্থতার পর ফন গলে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্ন দেখছিল রুনির দল। কিন্তু প্রথম দুই ম্যাচে হোঁচট খেয়ে এখন বিষন্ন ওল্ড ট্রাফোর্ড শিবির। আর রেড ডিভিলদের এই দুর্দিন কাটানোর হাতিয়িার হিসেবেই ফন গল এই আর্জেন্টাইনের স্মরাণাপন্ন হয়েছেন। আর হেরেরা, লুক শো, মার্কো রোজোদের সঙ্গে এক হয়ে সেই চেষ্টায় সামিল হবেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *