Connecting You with the Truth

ম্যানচেস্টার আমার হৃদয়ে রোনালদো!

s-5
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে পুরনো ক্লাবে ফিরতে চান তিনি। তবে আপাতত তার ধ্যানজ্ঞান রিয়ালের হয়ে চলতি মৌসুমের সম্ভাব্য সব শিরোপা জেতা। ২০০৯ সালে ম্যান ইউ ছেড়ে রিয়ালে নাম লেখান রোনালদো। ‘আমি ম্যানচেস্টারকে ভালোবাসি, এটা সবাই জানে। ম্যানচেস্টার আমার হৃদয়ে।’ বলেছেন ২৯ বছর বয়সী পর্তুগিজ তারকা, ‘সেখানে আমি আমার অনেক ভালো বন্ধুকে ফেলে এসেছি। একদিন সেখানে ফিরতে চাই।’ রোনালদোর কথা থেকে বুঝা যায়, হয়তো নিকট অতীতে তিনি রিয়ালকে বিদায় বলতে পারেন। আর তা যদি হয়, তবে সেটা হবে ম্যান ইউর পৌষ মাস আর রিয়ালের সর্বনাশ!

Leave A Reply

Your email address will not be published.