Connecting You with the Truth

ময়দানী লড়াইয়ে তৈরি চেন্নাই-নাইট রাইডার্স

s-13
স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আসল লড়াই শুরু আজ থেকে। মূল পর্বের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। নাইট রাইডার্স ময়দানী লড়াইয়ের জন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে। আইপিএলে দু’বার চ্যাম্পিয়ন হলেও কিং খান শাহরুখ খানের নাইটদের কাছে এখনও অধরাই থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা। এবার সেই আক্ষেপও ঘোচাতে চায় নাইট রাইডার্স। গম্ভীরের কথাবার্তাতেও ধরা পড়েছে সেই আকাঙ্খা, ‘আইপিএলে আমরা সবসময়ই ঘুরে দাঁড়াই যখন শুরুটা ভাল হয় না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সময় খুব অল্প। যত দ্রুত সম্ভব লক্ষ্যে পৌঁছতে হবে। কোন কিছু ঘটার জন্য আপনি অপেক্ষা করতে পারবেন না। এখানে ফিরে আসার জন্য খুব কম সুযোগই পাওয়া যায়।’ এরপর গম্ভীর যোগ করেন, ‘আমরা আইপিএলে ভাল শুরু করতে পারিনি। পরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছি। কিন্তু এই টুর্নামেন্ট আলাদা। আমরা যদি ভাল শুরু করতে পারি তাহলে কাঁধ থেকে প্রচুর চাপ কমে যাবে।’ গম্ভীরের কথায় পরিষ্কার শিরোপার জন্য শুরু থেকেই ঝাপিয়ে পড়তে চান তিনি। কিন্তু ময়দানী লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন না বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেলকে। তবে চেন্নাই অধিনায়ক ধোনি নাইট রাইডার্সকে নিয়ে অতিরিক্ত ভেবে বাড়তি চাপ নিতে চাইছেন না। তার ভাষায়, ‘কেকেআর অবশ্যই ভাল দল। আমরা একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকবার খেলেছি। ওদের নিজস্ব শক্তি আছে। আর চ্যাম্পিয়ন্স লিগের সব দলই ভাল। সবার শক্তি, দুর্বলতা দুটিই আছে।’ এরপর ধোনি যোগ করেন, ‘টি-টোয়েন্টি লটারির মতো। ওই দিন নিজেদের নিংড়ে দিতে হবে। যে কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই সবারই সুযোগ আছে।’ আইপিএলে চেন্নাই ডুয়েন ব্রাভোকে মিস করলেও পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। এতে দারুণ খুশি চেন্নাই অধিনায়ক, ‘চোটের কারণে আইপিএলে ওকে আমরা পাইনি। সেটা আমাদের দলে ভারসাম্যে প্রভাব ফেলেছিল।’


Comments
Loading...