Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রের এইচ জে হাইঞ্জের শিশু খাদ্যে লেড!

 

heinz_cereal_bg_880766542আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচ জে হাইঞ্জের শিশু খাদ্যে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ লেড পাওয়া গেছে! এর সত্যতা পাওয়ায় চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশে খাবার প্রস্তুতকারক জায়ান্টটির বেশ কিছু পণ্য জব্ধ করা হয়েছে। সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। ঝিজিয়াংয়ের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, ‘এডি ক্যালসিয়াম হাই-প্রোটিন সিরিয়াল’ নামে শিশু খাবারটিতে মাত্রাতিরিক্ত বিষাক্ত লেড পাওয়া যায়। এজন্য ওই প্রদেশে চারশ’ গ্রাম ওজনের ৬১৪টি প্যাকেট জব্ধ করে প্রাদেশিক সরকারের খাদ্য ও ওষুধ ব্যবস্থাপনা বিভাগ। শিশু খাদ্যে এ ধরনের ভেজালের অভিযোগ ওঠায় বাজার থেকে ইতোমধ্যে ওই ব্যাচের পণ্য সরিয়ে নিতে শুরু করেছে হাইঞ্জ। বাংলাদেশের বাজারে প্রতিষ্ঠানটির টমেটো সস ও টমেটো কেচাপ বেশ জনপ্রিয়।

Comments
Loading...