Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট দুটি বিমানের সংঘর্ষে অন্তত চার আরোহী নিহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার মেক্সিকো সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, সান ডিয়াগো কাউন্টির ব্রাউন ফিল্ড বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে দুই ইঞ্জিনের একটি সাবরেলিনার বিমানের সঙ্গে এক ইঞ্জিনের সেসনা-১৭২ বিমানের সংঘর্ষ হয়। এতে বিমানের ওই চার আরোহীর সবাই মারা যায়।

বিমান কর্তৃপক্ষের (এফএএ) একজন মুখপাত্র জানান, বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Comments
Loading...