যুক্তরাষ্ট্রে বেপরোয়া গুলিবর্ষণে নিহত ১ আহত ৫
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স শহরে একটি মোটেলে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীর গুলিতে আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। বুধবার ফিনিক্সের মেসা শহরতলীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করার পর ঘটনার অবসান হয়। বন্দুকধারী ৪১ বছর বয়সী রায়ান এলিয়ট গিরক্স বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে গিরক্স একটি খালি ঘরে আশ্রয় নেন। এখানে চার ঘণ্টা ঘাপটি মেরে থাকার পর ‘স্টানগান’ ব্যবহার করে তাকে কাবু করে পুলিশ। গুলিবর্ষণের কারণ পরিষ্কার না হলেও মোটেলে কথাকাটাকাটির জের ধরে তা শুরু হয় বলে জানিয়েছেন মেসা পুলিশের মুখপাত্র এস্তেবান ফ্লোরেস। মেসার এন্টি-হেট গোষ্ঠী ‘সাউদার্ন পোভার্টি ল সেন্টার’ পুলিশের এক অবসরপ্রাপ্ত গোয়েন্দার বরাত দিয়ে জানিয়েছে, গিরক্স সাদা বর্ণবাদী দল স্কিনহেডের সদস্য, বর্ণবাদী হামলা ও গাঁজা রাখার দায়ে কারাভোগ করেছিলেন তিনি।