যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইল
ইসরাইল দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি নয় বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
আজ রোববার তিনি মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে এ কথা বলেন। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার।
তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তার কারণেই স্থায়ী যুদ্ধবিরতিতে আমরা যেতে চাই না। তবে রাষ্ট্রের পুরো নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে তা ভেবে দেখতে পারি।
অন্যদিকে গাজায় হামাসের মুখপাত্র সামি আবু জুহরি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ফিলিস্তিনীরা তাদের দাবি থেকে এক চুলও সরে আসবে না। অবশ্যই গাজার ওপর থেকে ইসরাইলি অবরোধ তুলে নিতে হবে।